আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে চেয়ারম্যান খুন : আটক ৩

চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান মিন্টু হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল চৌগাছায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এদিকে ইউপি চেয়ারম্যান মিন্টু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মিন্টুর প্রথম দফা এবং তার গ্রামের বাড়ি চৌগাছার রীবপুরে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শহরের শাহাদত পাইলট হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে যশোরের কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়। চৌগাছা থানার ওসি আবদুর রহমান বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে সিংহঝুলি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন একই ইউপি চেয়ারম্যান মিন্টু।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.