অবশেষে ভাঙল হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি। এরশাদের ওপর ক্ষুব্ধ হয়ে দলটির বহিষ্কৃত প্রবীণ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ নিজেকে দলের চেয়ারম্যান বলে দাবি করেছেন। একইভাবে প্রেসিডিয়াম পদ থেকে সরে আসা গোলাম মসিহকে মহাসচিব ঘোষণা করা হয়। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফার এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকালে গোলাম মসিহর গুলশানের বাসায় নির্বাহী সদস্যদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে কাজী জাফর আহমদ সভাপতিত্ব করেন। সভায় হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ডিগবাজি ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়। এ কারণে কাজী জাফর আহমদকে আগামী কাউন্সিল পর্যন্ত পার্টির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এ ছাড়া দলের প্রেসিডিয়াম সদস্যের পদ থেকে পদত্যাগকারী গোলাম মসিহকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। বৈঠকে আগামী ১৮ জানুয়ারি বেলা ১১টায় দলের গঠনতন্ত্রের ৩৭ ধারা অনুযায়ী পার্টির কাউন্সিল অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে নতুন দল গঠনের পর গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন তিনি। নতুন দল গঠনের পরিকল্পনা জানাতে এবং সার্বিক পরামর্শ নিতে বিরোধীদলীয় নেতার বাসায় যান কাজী জাফর। সন্ধ্যায় ৭টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টার বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
এ সময় অন্যদের মধ্যে আনসার আহমেদ, মজিবুর রহমান যুক্তিবাদী, মাহমুদুল্লাহও উপস্থিত ছিলেন। এরপর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরবর্তী কর্মসূচি কী হবে তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।