আমাদের কথা খুঁজে নিন

   

লুটপাটে বাধা দেওয়ায় চেয়ারম্যানসহ ৮ জনকে ক

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভিজিএফের চাল লুটপাটে বাধা দেওয়ায় ইউপি চেয়ারম্যান লকিয়ত উল্লাহসহ অন্তত আটজনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল দুপুরে রামগঞ্জ উপজেলার ভাদুর ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত চেয়ারম্যানকে ঢাকায় ও অন্যদের রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও ভাদুর ইউনিয়ন পরিষদের সচিব শহীদ উল্লাহ জানান, সারা দেশের ন্যায় স্থানীয় ভাদুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সরকারিভাবে বরাদ্দকৃত ১১ মেট্রিক টন চাল বিতরণের কাজ চলছিল। হঠাৎ লাইনের পেছনের দিক থেকে ২০-২৫ জনের স্থানীয় সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র্রে সজ্জিত হয়ে ইউপি ভবনের ভেতরে প্রবেশ করলে চেয়ারম্যান ও গ্রামপুলিশরা তাদের বাধা প্রদান করে। এ সময় তারা চেয়ারম্যান লকিয়ত উল্লাহ ও গ্রামপুলিশ সিরাজ মিয়া, সাবেক মহিলা ইউপি সদস্য রোকেয়া বেগম, ইউপি সদস্য রুহুল আমিন, ফজলুল হক, মহরম আলীসহ আটজনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.