চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে বাইশ্যা ডাকাত এবং রহিমা বাহিনীর ১৫ জলদস্যু ও ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ড বেইস চট্টগ্রাম ও কোস্ট স্টেশন কুতুবদিয়ার সমন্বয়ে একটি দল বাঁশখালীর চানুয়া ইউনিয়নের কুতুবখালী এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশি এলজি ও নয়টি রামদা উদ্ধার করা হয়। সূত্র জানায়, ১ এপ্রিল বাঁশখালীর অদূরে সমুদ্রে দুর্ধর্ষ ডাকাতি ও ৩১ জেলেকে মেরে হাত-পা বেঁধে পানিতে ফেলে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি বাইশ্যা ডাকাতের বোন রহিমা বাহিনীর প্রধান রহিমা এবং তার সহযোগীদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে কোস্টগার্ডের গুলিবিনিময় হয়। গোলাগুলির একপর্যায়ে তাদের গ্রেফতার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।