ব্যাং শোবিজ জানিয়েছে, লেখক জন স্টেইনবাকের ধ্রুপদী উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ‘ইস্ট অফ ইডেন’ সিনেমাটি। ইউনিভার্সাল এবং ইমাজিন এন্টারটেইনমেন্ট এর মধ্যেই উপন্যাসটির সর্বস্বত্ব কিনে নিয়েছে। এর কাহিনি মূলত গড়ে উঠেছে এক কৃষকের দুই পুত্রকে কেন্দ্র করে। বাবার আদর পাওয়ার জন্য তাদের মধ্যে সবসময়ই প্রতিযোগিতা লেগে থাকে এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়।
সিনেমায় দুই পুত্রের নিষ্ঠুর প্রকৃতির মা ক্যাথি এমিসের ভূমিকায় অভিনয় করবেন জেনিফার।
ওদিকে রসের আরেকটি সিনেমা ‘ব্যারিয়াল রাইটস’-এর শুটিং শুরু হবে অক্টোবরের শুরুতে। হ্যানা কেন্টসের উপন্যাস ‘ব্যারিয়াল রাইটস’ অবলম্বনে নতুন এই সিনেমার কাহিনি মিথ্যা খুনের দায়ে ফেঁসে যাওয়া এক নারীকে নিয়ে। ১৮২৯ সালের পটভূমিকায় নির্মিতব্য ওই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন জেনিফার।
গ্যারি রসের সঙ্গে প্রথমবারের মতো ‘হাঙ্গার গেইমস’ সিনেমায় কাজ করেছিরেন জেনিফার। পরবর্তীতে ওই সিরিজের তিনটি সিকুয়েল নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয় পরিচালক ফ্রান্সিস লরেন্সকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।