আমাদের কথা খুঁজে নিন

   

অস্থায়ী পশুরহাটের অনুমতি দেবে না বিসিসি

প্রতিবছর ঈদুল আজহায় নগরীর পাড়া-মহল্লায় বসত বৈধ-অবৈধ বহু পশুর হাট। রাজনৈতিক বিবেচনায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ওইসব হাটের ইজারা পেতেন। আবার কতিপয় প্রভাবশালী কোনো প্রকার অনুমতি ছাড়াই মহল্লায় বসাতেন পশুর হাট। তবে অস্থায়ী পশুর হাট নিয়ে আসন্ন ঈদুল আজহায় আগ্রহ নেই বিগত বছরের উদ্যোক্তাদের। মাত্র ১৭ দিন বাকি থাকলেও এ পর্যন্ত অস্থায়ী হাটের অনুমোদন চেয়ে ১টি মাত্র আবেদন পড়েছে বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি)। যদিও বিসিসির দায়িত্বশীল সূত্র বলেছে, তারা কোনো অস্থায়ী হাটের অনুমোদন দেবে না। এ সিদ্ধান্ত ঠিক থাকলে এ বছরের ঈদুল আজহায় বিসিসি এলাকায় মাত্র ৩টি স্থায়ী হাটেই বেচাকেনা হবে কোরবানির পশু। বিসিসির হাট-বাজার শাখার পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, স্থায়ী ৩টি যথাক্রমে ২৯ নম্বরের বাঘিয়া, পোর্ট রোড এবং রূপাতলী সোনারগাঁও টেঙ্টাইলের সামনে কোরবানির পশুর হাট বসবে। ওই হাটগুলোর বার্ষিক হিসাবে গত ১ বৈশাখ থেকে ইজারা দেওয়া রয়েছে। এ ছাড়া কাউনিয়া এলাকায় একটি অস্থায়ী হাটের অনুমোদন চেয়ে এক ব্যক্তি আবেদন করেছেন। তবে সিটি করপোরেশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী এবার কোনো অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হবে না।

জানা গেছে, গত বছর স্থায়ী ৩টি হাট ছাড়াও করপোরেশনের অনুমতি নিয়ে নগরীর রূপাতলী হাউজিং মাঠ, কালিজিরা ব্রিজ, কাশিপুর ব্যারিস্টার বাড়িসহ অন্তত ১০টি স্থানে অস্থায়ী হাট বসিয়ে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ ছাড়াও বাংলাবাজার, আলেকান্দা রিফিউজি কলোনি, বটতলা বাজারসহ বিভিন্ন স্থানে স্থানীয় উদ্যোগে কোরবানির পশু বিক্রি হয়েছে। চাহিদার দ্বিগুণের বেশি পশু আমদানি হয়েছিল বরিশালের হাটগুলোতে। গত বছর সারা দেশের ন্যায় বরিশালেও পশুর মূল্যে ধ্বংস হওয়ার ফলে স্বাভাবিকের চেয়ে অর্ধেক দামে কোরবানির পশু বিক্রি হয়। ফলে বড় অঙ্কের লোকসান গুনতে হয় পশু বিক্রেতা ও হাট উদ্যোক্তাদের। আর লোকসানের কারণেই এবার কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর আগ্রহ নেই বিগত দিনের উদ্যোক্তাদের।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস বলেন, অস্থায়ী হাটের অনুমতি দেওয়া হবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পর্যাপ্ত আবেদন পাওয়া না গেলে অস্থায়ী পশুর হাটের অনুমতি দেওয়া হবে না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.