সিলেট নগরীর সবজিবাজার ও খেলার মাঠ দখল করে বসেছে কোরবানির পশুর অবৈধ হাট। রাজনৈতিক দলের নেতারা এসব হাট বসিয়ে হাসিল আদায় করছেন। সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগ, যুবলীগ ও ছাত্রদল নেতারা এসব হাট বসালেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। নগরীর বিভিন্ন স্থানে পশুর অবৈধ হাট বসায় ক্ষোভ প্রকাশ করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। যানজট নিরসন ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের সিলেট সফরকে সামনে রেখে নগরীকে পরিচ্ছন্ন রাখতে অবৈধ সব পশুর হাট উচ্ছেদে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রতি বছর নগরীর ভেতরে কাজিরবাজার ও মাছিমপুর কয়েদির মাঠে কোরবানির পশুর হাট বসত। এবার নিউজিল্যান্ড ক্রিকেট দলের সিলেট সফরকে সামনে রেখে নগরীকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে পশুর হাটের জন্য কয়েদির মাঠ ইজারা দেওয়া হয়নি। নগরীর রাস্তাঘাটে পশুর হাট না বসাতে সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরজুড়ে মাইকিংও করা হয় কিন্তু সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা অমান্য করে নগরীতে যত্রতত্র বসানো হয়েছে পশুর হাট। যুবলীগ, ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা মিলে এসব হাট বসিয়ে অবৈধভাবে হাসিল আদায় করছেন। সরেজমিন নগরী ঘুরে দেখা যায়, মাছিমপুর কয়েদির মাঠ ও পাশর্্ববর্তী এলাকায় কোরবানির পশুর হাট বসানো হয়েছে। মহানগর যুবলীগ নেতা আবুল কালাম এই হাট নিয়ন্ত্রণ করছেন। তার সঙ্গে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও ছাত্রদলের কয়েক নেতা রয়েছেন। যুবলীগ নেতা আবুল কালাম জানান, সিটি করপোরেশনের কাছ থেকে তিনি হাটের ইজারা নেননি। স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি হাট বসিয়ে হাসিল আদায় করছেন। কয়েদির মাঠের অদূরে সিলেটের সবজির সবচেয়ে বড় পাইকারি আড়ত সিলেট ট্রেড সেন্টার। ঈদকে সামনে রেখে ওই বাজারেও বসানো হয়েছে পশুর হাট।
ওই হাটের নেপথ্যেও রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীরা। সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. কয়ছর আলী জানান, ঈদের সময় সবজিবাজারে কেনা-বেচা কম হওয়ায় ব্যবসায়ীরা সবজির পরিবর্তে কোরবানির পশু নিয়ে এসেছেন।
নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে গিয়ে দেখা যায় ট্রাক দিয়ে সেখানে নামানো হচ্ছে গরু। ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায় স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও ছাত্রদল নেতারা মিলে এখানে হাট বসিয়েছেন। উপজেলা পরিষদের মালিকানাধীন এই খেলার মাঠে পশুর হাট বসা প্রসঙ্গে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ জানান, আদালতে মামলা থাকায় এ বছর কোরবানির পশুর হাটের জন্য মাঠটি ইজারা দেওয়া সম্ভব হয়নি। স্থানীয় লোকজনের অনুরোধে মাঠে পশুর হাট বসানো হয়েছে। এই হাট থেকে অর্জিত আয় মাঠের উন্নয়নে ব্যয় করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।