যশোরের মনিরামপুর উপজেলার জামায়াতে ইসলামীর সাবেক আমির মিজানুর রহমানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটক মিজানুর রহমান মনিরামপুর উপজেলা নির্বাচনে জামায়াত সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গুলবদন বেগমের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করছিলেন। কাল শনিবার এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ডিবি পুলিশের বিশেষ টিমের নেতৃত্বদানকারী এসআই সাবি্বর আহমেদ জানান, নাশকতা করতে পারে এ আশঙ্কায় জামায়াত নেতা মিজানুর রহমান ও আহসান হাবিব লিটনসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আহসান হাবিব লিটনকে নিয়ে অভিযান চালানো হচ্ছে। সে কারণে তাকে থানায় সোপর্দ করা হয়নি।
এদিকে মেহেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার বন্দর গ্রাামে অভিযান চালিয়ে হরতাল অবরোধের সময় করা নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে বিএনপি-জামায়াতের ২৭ নেতা-কর্মীকে সদর থানায় নিয়েছে পুলিশ। তারা হলো, বন্দর গ্রামের শফিউদ্দীন (৭৪), রহিম (১৮), বখতিয়ার (৩৮), আতিয়ার (২৭), শওকত (৩৮), তমলিম (৩৫), কেরামত আলী (৭০), শাকের আলী (৭০), নাসিম (৬৫), সুরমান (২০), ইদুস আলী (৪৫), মোহল আলী (৫৫), বুলু থান (৫০), আবদুস সাত্তার (৬৫), আবদুল কুদ্দুস (৫০), রুপচাঁদ (৭০), লাল মোহাম্মদ (৭৫), গিয়াস উদ্দীন (৭০), নজরুল (৮৫), ফজর শেখ (৮২), জন উদ্দীন (৯০), সাহাব উদ্দীন (৬৫), মতিন (৭৮), জাফর আলী (৭৬), মফিজার (৯০)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।