যুক্তরাষ্ট্রে সুপারশপ টার্গেটের তথ্যভাণ্ডার হ্যাক করে প্রায় চার কোটি অ্যাকাউন্টের তথ্য চুরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দেশটির তৃতীয় বৃহত্তম এই খুচরা বিপণি প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার জানায়, হ্যাকিংয়ের জন্য তাদের কাছে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে আসা গ্রাহকদের প্রায় চার কোটি হিসাব হুমকির মুখে পড়েছে। তিন সপ্তাহ ধরে যারা টার্গেট থেকে সেবা নিয়েছেন তারাই মূলত হ্যাকিংয়ের শিকার হয়েছেন। টার্গেটের মুখপাত্র মলি স্নাইডার জানান, হ্যাকিংয়ের কারণে টার্গেটসহ বিভিন্ন ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ড অ্যাকাউন্টের কোডসহ বিভিন্ন তথ্য হুমকির মুখে পড়েছে। হ্যাকাররা বিভিন্ন অ্যাকাউন্টের নাম, পাসওয়ার্ড, কোডসহ বিভিন্ন তথ্য চুরি করেছে। গত ২৯ নভেম্বর থেকে টার্গেটের তথ্য চুরি করা শুরু হয়। টার্গেট প্রধান গ্রেগ স্টেইনহ্যাফেল বলেন, আমরা এ বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। যারাই এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়া কীভাবে হ্যাকিং হলো সে বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। তারা আশঙ্কা করছেন টার্গেটের ডেবিট ও ক্রেডিট কার্ডের কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমে কোনো ত্রুটি থাকতে পারে। এদিকে প্রতিষ্ঠানটি বলেছে, তাদের তথ্যভাণ্ডারে হ্যাকিং হলেও তারা এখনো অনলাইন সেবা দিতে পারবেন। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।