আমাদের কথা খুঁজে নিন

   

**চোখের আলোতে** (বিষয় :রোমান্টিক গল্প)



– ওই,তুই তো আগে জিন্স পড়তি না, এখন পড়িস কেন? আমার কথা শোনা শুরু করলি কবে থেকে! – না মানে ও বলছে – কে বলছে!? ও টা কে হ্যা? রোহা আ আ ন ....প্রেমে ট্রেমে পড়লি নাকি? -না মানে হু কিছুটা। – বাব্বা!! তুই? হা হা হা মেয়েদের সামনে দড়াইলে তো তোর হাত পা কাপে – এহ্ বলছে আপনারে – ওহ তাই! প্রেম করে বেশ সাহসী হইছ দেখতেছি! আচ্ছা চল পাশের ফ্ল্যাট এ যে নতুন আন্টিরা আসছে না উনি বলছিল বাসায় যেতে। – চল – চল, উনি বলছিল ওনার বড় মেয়েও নাকি আমাদের সাথে পড়ে – কি? .. না মানে আমার তো পড়া আছে। তুই যা আমি পড়ে আরেকদিন যাব। – হা হা হা! উনি আবার প্রেম করে।

তা মেয়েটা তোর মত গাধাটাকে টলারেট করে কিভাবে? – না ও খুব ভাল, আমাকে বোঝে – ও ও , দেখতে কেমন? আমার চেয়ে বেশি সুন্দর এই কথা বলার দুঃসাহস করিস না কিন্তু – দেখিনি – তাহলে কিভাবে ভালবাসিস? – হু বাসি, ভালবাসি তাই কারন সে আমাকে বোঝে,আমাকে নিয়ে ভাবে,আমাকে ভালবাসে। সে যেমনই হোক আমার জন্য ঠিকই হবে। – ওহ, তাই! প্রেম দেখি জমে ক্ষীর! কর কর প্রেম কর হুহ :@ কিছুটা রাগান্বিত হয়ে চলে গেল রিমি। এ রাগের মধ্যেও কিছুর যেন একটা ইঙ্গিত ছিল। রোহান তা আজও বুঝতে পারেনি, বরাবরের মতই।

ছাদের ওপাশে এক কোনে গিয়ে রিমি হাসছে ..... রোহান তা দেখতে পায় না। সে আকাশ দেখে নীল আকাশ..... একটু পড়ে রোহানের সেই মানুষটির ফোন আসে – কি কর? কি দেখ আকাশে? – তুমি জানলে কি করে আমি আকশ দেখছি!! – তোমার পাশেই তো থাকি সারাক্ষণ। – কে তুমি?! – বোঝ না? – এভাবে আমার চোখের আলোতেই থেকো সারাক্ষন। – থাকব... ———--------------------------- — চোখের আলোতে ( মহারাজ মহারাজ)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.