আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেট প্রাকটিস এর জন্য একটি চেম্বার প্রয়োজন।

অনিশ্চয়তার পথে একাকী হেঁটে চলা

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার অভ্যন্তরে, মুটামুটি জনবহুল এলাকায় কোন ফার্মেসী বা চেম্বার কমপ্লেক্সে প্রাইভেট প্রাকটিস এর জন্য একটি চেম্বার প্রয়োজন। চেম্বারের জন্য যা আবশ্যক- - রোগী দেখার জন্য পর্যাপ্ত স্থান অবশ্যই থাকা আবশ্যক, যাতে প্রয়োজনে ভালভাবে রোগী পরীক্ষা করে চিকিৎসা প্রদান করা যায়। - রোগীর পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরন থাকলে ভালো। - মাইনর সার্জারী, ড্রেসিং ও প্লাস্টার করার জন্য স্থান, উপকরন ইত্যাদি থাকলে ভালো হয়। - চেম্বারে পর্যাপ্ত আলো বাতাস থাকা প্রয়োজন।

- পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। ডাক্তারের বর্তমান যোগ্যতা- ডা. মেজবাহ্ উদ্দিন আহমেদ এম বি বি এস, সি সি ডি (বারডেম) এফ সি পি এস (সার্জারী) ১ম পর্ব পাশ অভিগ্গতা- ১. প্রাক্তন অনারারি মেডিকেল অফিসার, নিউরোসার্জারী বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা। ২. প্রাক্তন রেসিডেন্ট মেডিকেল অফিসার, সার্জারী বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, শাহবাগ, ঢাকা। বর্তমানে সেন্ট্রাল হাসপাতাল আই সি ইউ তে মেডিকেল অফিসার পদে কর্মরত। বিশেষত যে বিষয়ের রোগী দেখতে আগ্রহী- - সকল সাধারন রোগসমূহ - ডায়াবেটিস ও ডায়াবেটিস বিষয়ক নানা জটিলতা, ডায়াবেটিক ফুট - সার্জারী বিষয়ক সমস্যাবলী - মাইনর সার্জারী, প্রয়োজনে লক্ষ্য ও উদ্দেশ্য- -নিজের বাস্তব অভিগ্গতার আলোকে জনসাধারনকে যথাসম্ভব সঠিক ও সময়োপযোগী চিকিৎসা সেবা প্রদান।

- প্রয়োজনে সুষ্ঠু চিকিৎসার জন্য রোগীকে ভাল জায়গায় রেফার করা ও যে কোন ইমার্জেন্সী অবস্থায় সহায়তার চেষ্টা করা। - শুধুমাত্র রোগের চিকিৎসা প্রদান নয়, বরং রোগ থেকে বেঁচে থাকার সুপরামর্শ প্রদান। চেম্বার বরাদ্দকারী কর্তৃপক্ষ যে বিষয়গুলোতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে- - ডাক্তারের নেয়া রোগীর চিকিৎসার ব্যাপারে যেকোন সিদ্ধান্ত। - ওষুধ লেখার ক্ষেত্রে। - প্রয়োজনীয় ল্যাব পরীক্ষা সাজেস্ট করার ক্ষেত্রে।

যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার অভ্যন্তরে কোন চেম্বারের খোঁজ জানেন, তবে অনুগ্রহপূর্বক যোগাযোগ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.