আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ান ক্লিক ক্লিয়ার (One Click Clear)!


অ্যান্ড্রয়েড ফোনে(Android Phone) উইন্ডোজ পিসির(Windows Pc) মতো প্রসেসর (Processor)থাকে, থাকে র‌্যাম(Ram), রম(Rom)ও। এক্ষেত্রে র‌্যামের কাজ হল সে অস্থায়ী সময়ের জন্য কিছু ডেটা সংরক্ষণ করে। আর র‌্যামের এই আচরণের জন্য র‌্যাম তার স্বাভাবিক গতিতে কাজ করতে পারে না। অনেকের মধ্যে ধারণা থাকে, ‘টাস্ক কিলার’ (Task Killer) দিয়ে রিসেন্ট টাস্কগুলো (Recent Task) ক্লিয়ার করে দিলে ফোন তার স্বাভাবিক গতি ফিরে পায়।
কিন্তু, টাস্ক কিলার শুধুমাত্র রিসেন্ট টাস্কগুলোই কিল করতে পারে। আর ‘ওয়ান ক্লিক ক্লিয়ার’(One Click Clear) অ্যাপটি ব্যবহার করে ফোনের সব হিস্ট্রি(History), কেইচ(Cache) ইত্যাদি ডিলিট করে যা র‌্যাম’কে তার স্বাভাবিক গতি ফিরে পায়।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন: ‘ওয়ান ক্লিক ক্লিয়ার’
সৌজন্যে: পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.