আমাদের কথা খুঁজে নিন

   

মানবাধিকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্নোডেন

ইতোপূর্বে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ও মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচি এই পুরস্কার পান।
১০ অক্টোবর এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। মানবাধিকার পুরস্কারের এই সংক্ষিপ্ত তালিকায় পাকিস্তানের নারীশিক্ষাকর্মী মালালা ইউসুফজাইও রয়েছেন।
স্নোডেন বর্তমানে আত্মগোপন করে রয়েছেন রাশিয়ায়।
এরআগে মুক্তচিন্তার জন্য ‘শাখারভ’ পুরস্কার দিতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের মনোনীত ৭ জনের মধ্যে স্থান পান স্নোডেন।


গ্রিন সদস্যরা স্নোডেনকে মানবাধিকারের পক্ষে অনবদ্য ভূমিকার জন্য ইউরোপীয় পার্লামেন্টের এ পুরস্কারের জন্যে তাকে মনোনীত করে।
ইন্টারনেট এবং টেলিফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন কর্মসূচি ফাঁস করে দিয়ে স্নোডেন মানবাধিকার এবং ইউরোপীয় নাগরিকদের জন্য অনেক বড় কাজ করেছেন বলেই মত দিয়েছেন তারা।
পলাতক স্নোডেনকে নিরাপদ আশ্রয় দিয়ে রেখেছে রাশিয়া। ওদিকে, গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্র তার বিচার করতে চাইছে।
এরআগে স্নোডেনকে মনোনীত করার কারণ হিসাবে ইউরোপের গ্রিন পার্টির নেতারা এক বিবৃতিতে বলেছেন, স্নোডেন নিজের স্বাধীনতা বিপন্ন করার ঝুঁকি নিয়েও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় গোয়েন্দাদের নাগরিক স্বাধীনতা হরণের চিত্র তুলে ধরে নাগরিক অধিকার সমুন্নত রাখার পক্ষে কাজ করেছেন।

আর এ কারণেই তিনি সম্মানিত হওয়ার যোগ্য।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.