আমি একজন ব্লগ ভক্ত মানুষ। কত আশা ছিলো বনানী অভেরপাসটি চালু হলে ট্রেন ক্রসিং এর সেই মেজাজ খারাপ করা সিগনালের হাত থেকে রক্ষা পাবো?? কোথাকার কি ?? এখন আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে (যদিও এটা আগেই অনুমান ছিল) আবার অন্য দিকে বনানী অভেরপাসটির কারনে বিশ্বরোড ও খিলক্ষেত এ জটলার সৃষ্টি হয়। তাইলে যেই লাউ সেই কদু। আমার মতে মহাখালি থেকে কাকলি হয়ে যেসব গাড়ি গুলশান ২ এর দিকে যায় তার জন্য কাকলিতে একটি আন্ডার পাস এবং গুলশান ১ থেকে যেসব গাড়ি শাহিন কলেজের সামনে দিয়ে জায় তার জন্য মহাখালিতে একটি আন্ডার পাস বনানী অভেরপাস নির্মানের সময়ই করার উদ্যোগ নিলে এই মেজাজ খারাপ করার মত জ্যাম সৃষ্টি হত না।খানিকটা হলেও রক্ষা পেতাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।