আমাদের কথা খুঁজে নিন

   

আদালত প্রাঙ্গণে সাকা পরিবারের খোশগল্প

সাকা চৌধুরীর ফাঁসির রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে আদালত প্রাঙ্গণেই তার বোন হাসিনা জাবিল সিনহা সাংবাদিকদের কাছে রায়ের প্রতিক্রিয়া জানান।
সাকার ভাইয়ের ছেলেসহ অন্যরা এ সময় তার পাশে ছিলেন।
হাসিনার প্রতিক্রিয়া শেষে পাশেই পরিবারের কয়েক সদস্য এক হয়ে খোশগল্পে মেতে উঠেন। ঠাট্টা তামাশাও করতে দেখা যায় তাদের।
এ সময় পাশে সাকা চৌধুরীর ছেলে এবং এক ভাই আলাদা আলাদাভাবে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিচ্ছিলেন।


আদালতের ভেতর থেকে সংবাদ সংগ্রহ শেষে ইংরেজি দৈনিক নিউ এইজের সাংবাদিক ডেভিড বার্গম্যান তাদের পাশ দিয়ে যাওয়ার সময় হাসিনা জাবিল সিনহা এগিয়ে এসে কুশল বিনিময় করেন। তারা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন। পরে হাসিনা পরিবারের সদস্যদের সঙ্গে মিলে আড্ডায় মেতে উঠেন।
সাকার ছেলে এবং ভাই পাশে থাকলেও তাদেরকে আড্ডায় মাততে দেখা যায়নি। আদালত কক্ষের ভেতরে সাকা পরিবারের সদস্যদের হাসি-তামাশা করতে দেখা গেছে।


মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামে হিন্দু ও আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক নিধনে অংশ নেয়া এবং নির্যাতন কেন্দ্র চালানোর অপরাধে তৎকালীন মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীই প্রথম ব্যক্তি, যিনি সাংসদ থাকা অবস্থায় যুদ্ধাপরাধের দায়ে দণ্ডাদেশ পেলেন। মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগের মধ্যে নয়টি ঘটনায় সাকা চৌধুরীর সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।