একাত্তরে হত্যা ও গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিএনপির এই সাংসদকে মৃত্যুদণ্ড দেয়। ওই রায়ের পরপরই চট্টগ্রাম মহানগর (উত্তর-দক্ষিণ), বান্দরবান ও রাঙ্গামাটি জেলা বিএনপি বুধবার সকাল-সন্ধ্যা হরতালের এই ঘোষণা দেয়।
বান্দরবানে সকাল ৬টার পর বিএনপির জেলা সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনির নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে মিছিল করেন এবং যান চলাচলে বাধা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বান্দরবান জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মাহতুল হোসেন যত্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে বিএনপির চট্টগ্রাম অঞ্চলের কর্মসূচির অংশ হিসাবে বান্দবানেও সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে। ”
বান্দরবান গোয়েন্দা পুলিশের এসআই আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে নাশকতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয় এবং বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাদা পোশাকে পুলিশি নজরদারি রয়েছে বলেও জানান তিনি।
তবে এ পর্যন্ত জেলার কোথাও কোনো গোলযোগের ঘটনা ঘটেনি বলে আনিছুর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, বান্দরবান জেলা শহর থেকে সকালে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। বিআরটিসিসহ বিভিন্ন বাসের বুকিং কাউন্টারগুলোও বন্ধ।
চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, হরতালে বন্দরনগরী থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও শহরের ভেতরে যানবাহন চলাচল স্বাভাবিক।
চট্টগ্রাম নগর পুলিশের (দক্ষিণ) অতিরিক্ত উপ কমিশনার মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরীরর কোথাও পিকেটিংয়ের কোনো ঘটনার খবর আমরা পাইনি। ”
সালাউদ্দিন কাদেরের গ্রামের বাড়ি রাউজানের পরিস্থিতিও স্বাভাবিক বলে জানিয়েছেন রাউজান থানার ওসি এনামুল হক।
“এখানে সব শান্তিপূর্ণ, গাড়ি চলাচল স্বাভাবিক। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।