আমাদের কথা খুঁজে নিন

   

বেদনাবিধুর সনেট



বেদনাবিধুর সনেট স্বরের সুবাসে আমি তোমাকে ঠিকই চিনে নিই__প্লেনের শব্দ শুনে ঠিকই টের পাই তুমি দেশে ফিরছো__বৃষ্টি হলে আমি টের পাই__ তুমি ঠিকই ছাদে ভিজছো__ অথচ কত করে পরিচয় দেবার পরও চিনলে না, বললে ; এ নামের কাউকে চিনিনা অথচ একদিন যার বিহনে ভারি করেছিলে রাতের বাতাস একমাত্র পূত্রের মৃত্যুতে জননীর কান্নার মতোন টপটপ জল পড়িছিলো তোমার চোখের নালায় যার আগমন একদিন তোমার অভূতপূর্ব সাফল্যসংবাদের মতোন মনে হয়েছিলো। আজ চিনতে কষ্ট হয় তোমার তার কণ্ঠস্বর আজ ভিলেনের উৎকট শব্দের মতোন মনে হয় তোমার হুজুর বাবা মন্ত্রবলে জ্বীনের গায়ে জ্বালায় যে আগুণ__আজ আমার দৃষ্টি তোমার সেই জ্বালালা আগুণের মতোন মনে হয়। যার স্বরের ব্যঞ্জনা ক্রমশ কর্ণ তোমার শান্ত এক নীল অনুভবে ফোটাতো গোলাপ আজ তার কথা তোমার অপলাপের মতোন মনে হয় অথচ এক নিগ্রবালকের কণ্ঠ তোমার আজ মধুর মতোন মনে হয় তার লিকলিকে খসখসে চামড়া থেকে আজ সুবাসের স্বর তোমাকে ঋদ্ধ করে__ভরপুর করে। ০২.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.