আমাদের কথা খুঁজে নিন

   

বায়ার্ন মিউনিখ [ জার্মানি]

ফুটবল ইতিহাসে সফলতম ক্লাবগুলোর মধ্যে বায়ার্ন মিউনিখ অন্যতম। জার্মানির ব্যাভারিয়া প্রদেশের রাজধানী মিউনিখে অবস্থিত একটি জার্মান ক্রীড়া দল। ক্লাবটির বাৎসরিক আয় প্রায় ৩ হাজার ৭৭৫ কোটি টাকা। এ পর্যন্ত দুটি আন্তঃমহাদেশীয় কাপ, চারটি উয়েফা কাপ শিরোপা, একটি উয়েফা কাপ উইনার্স কাপ শিরোপা, ২০টি জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং ১৩টি জার্মান কাপ জিতেছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের সদস্য সংখ্যা প্রায় ১,৩৫,০০০ যা বিশ্বে তৃতীয়।

ফ্যাঞ্জ জোনের নেতৃত্বে ১১ জন খেলোয়াড় নিয়ে ১৯০০ সালে পথচলা শুরু করে জার্মানির জনপ্রিয় এ ক্লাবটি। তবে দীর্ঘ ৩২ বছর পর ১৯৩২ সালে দলটি প্রথমবারের মতো জাতীয় চ্যাম্পিয়নশিপ অর্জন করে। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে কিংবদন্তি ফুটবলার ফ্যাঞ্জ বেকেনবাওয়ারের নেতৃত্বে ক্লাবটির সুদিন আসে। ১৯৭৪-৭৬ সালের মধ্যে পরপর তিনবার ইউরোপিয়ান কাপ জয় করে। আর সর্বশেষ ২০১৩ সালে পঞ্চমবারের ক্লাব ফুটবলের বিশ্বকাপ-খ্যাত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে।

বায়ার্নে সাবেক নামিদামি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ফ্যাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, উলি হোয়েনেল, ফ্যাঞ্জ রথ, সেফ মায়ার, কার্ল হেইঞ্জ রুমেনিজ, লথার ম্যাথাউস, অলিভার কান, মেইমেট স্কল, বাইজেনটি লিজারাজু,

জিওভান এলবার আর বিশ্বনন্দিত ফুটবল কোচ গার্ডিওয়ালার নেতৃত্বে বর্তমান স্কোয়াডে রয়েছেন আরিয়ান রোবেন, বাস্তেল সোয়ান্সটাইগার, ফ্রাঙ্ক রিবেরি, মারিও গোমেজ, ফিলিপ লাম, থমাস মুলারের মতো তারকা ফুটবলার।

এক নজরে আয়

টিকিট : ৮৭৫ কোটি ২১ লাখ টাকা

সম্প্রচার স্বত্ব : ৮৩৪ কোটি ২১ লাখ টাকা

বিজ্ঞাপন : ২০৬৬ কোটি * [২০১১-১২]

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।