একগাদা কৌতুক নিয়ে এলাম । এক ক্লিকেই সব শেষ । গ্যারান্টি দিচ্ছি মজা পাবেন ।
০১। এক মাতাল ব্রিজের উপর দিয়ে যাবার সময় নিচে পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখে থমকে দাঁড়ায়—
মাতাল :এই যে ভাই, নিচে ওটা কি?
পথচারী :ক্যান চাঁদ।
মাতাল :কি? আমি এত উপরে? কীভাবে উঠলাম?
০২। প্রথম বন্ধু :তোদের প্রেম দেখলে আমার ঈর্ষা হয়। এই তো সেদিনও দেখলাম তুমি তোমার স্ত্রী'কে হাত ধরে নিয়ে শপিং মলে ঘোরাঘুরি করছ!
দ্বিতীয় বন্ধু :তুই যা দেখেছিস তা ঠিক আছে, তবে যা ভেবেছিস তা ঠিক না। আমি ওর হাত ধরে হাঁটি কারণ হাত ছাড়লেই ও আবার কেনাকাটা করতে আরেকটা দোকানে ঢুকে যায়!
০৩। ক্রেতা :আপনার দোকানে কি অদৃশ্য কালি হবে?
বিক্রেতা :জ্বি হবে, কোন রঙেরটা দেব বলুন!
০৪।
একজন এসে পুলিশকে জিজ্ঞেস করলেন, 'আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি?'
—না।
—তাহলে এই গাড়িগুলো এখানে কেন?
—তারা কেউ এখানে গাড়ি পার্ক করতে পারবে কি না জিজ্ঞেস করেনি।
০৫। ছেলে :বাবা, ইডিয়ট কাকে বলে?
বাবা :ইডিয়ট হল সেই সব বোকা ব্যক্তি যারা নিজেদের বক্তব্য এত বেশি প্রলম্বিত করে যে কেউ তার কথা বুঝতে পারে না। বুঝতে পেরেছ?
ছেলে :না।
০৬। শিক্ষক ও ছাত্রের মধ্যে কথা হচ্ছে—
শিক্ষক :চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে।
ছাত্র :চোর পালালে বুদ্ধি বাড়ে। অতএব নিজেকে বুদ্ধিমান করে গড়ে তোলার জন্য চোরকে সব সময়ই পালাতে দিতে হবে।
০৭।
বিয়ের আগের দিন দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
প্রথম বন্ধু :তোমাকে আজকের এই সুখের দিনের জন্য অভিনন্দন জানাই?
দ্বিতীয় বন্ধু :ব্যাপার কী বুঝলাম না তো? আমার বিয়ে তো আজ নয়, কাল?
প্রথম বন্ধু :সেজন্যই তো তোমার জীবনের শেষ সুখের দিনের জন্য অভিনন্দন জানাচ্ছি?
০৮। শিক্ষক :রনি, এই ম্যাপে দেখাও তো দেখি আমেরিকা কোথায়?
রনি গিয়ে দেখিয়ে আসার পর।
শিক্ষক :ভেরি গুড? এবার জনি বল তো, আমেরিকা কে আবিষ্কার করেছেন?
জনি :রনি, স্যার?
০৯। শিক্ষক :তাহলে তোমরা তো বুঝতেই পারছ, যে প্রাণীটা পানির মধ্যে থাকে তাকে বলে মাছ? এবার আসিফ বল তো দেখি, পৃথিবীর মধ্যে সবচে ছোট্ট মাছ কোনটা?
- স্যার, জীবাণু?
১০। জজ (এক পরিচিত চোরকে আবার দেখে) :তুমি?
যখন আমি উকিল ছিলাম তুমি পকেটমার ছিলে, যখন সরকারি উকিল হলাম তুমি তখন গয়নার দোকানে চুরি করেছিলে ।
এখন আমি জজ হয়ে এখানে এলাম, তুমি ব্যাংক লুট করলে! ঘটনা কী?
অপরাধী চোর খুব বিনয়ের সাথে :স্যার প্রমোশন কি কেবল আপনারই হবে?
১১। আবুল সিনেমা হলে সিনেমা দেখছে। আবুলের পাশের সিটে বসেছে এক বুড়ো। ওই বুড়োর
হাতে একটা ছোট পেপসির বোতল।
বুড়ো ৫ মিনিট পরপর বোতলে চুমুক দিচ্ছে।
সিনেমায় দুর্দান্ত এ্যাকশন চলছে। কিন্তু একটু পরপর বুড়ো পেপসির বোতলে চুমুক দেওয়ায় আবুলের খুব ডিসটার্ব হচ্ছে। এভাবে অনেকক্ষণ চলার পরে আবুল বিরক্ত হয়ে বুড়োর হাত থেকে পেপসির বোতলটা কেড়ে নিয়ে বললঃ একটুখানি পেপসি খেতে চুমুক দিতে হয়? এই দেখেন, কিভাবে খেতে হয় !!
এই বলে সে এক চুমুকে বোতলের বাকি পেপসিটুকু খেয়ে ফেলল।
.
.
.
বুড়ো ভীষণ অবাক হয়ে বলল:
.
.
.
.
.
.
.
.
.
.
একি করলে বাবা !! আমিতো পেপসি খাচ্ছিলাম না !! ওই বোতলে একটু পর পর পানের পিক ফেলছিলাম !!!
১২। সিনেমা হলে দর্শকদের মধ্যে স্বামী-স্ত্রী এত কথা বলছিলেন যে, এক দর্শক বিরক্ত হয়ে বললেন, 'ভাই সাহেব, এত কথা বলছেন
যে আমি কিছুই শুনতে পাচ্ছি না?
.
.
.
ভদ্রলোকের উত্তর :আশ্চর্য, স্বামী-স্ত্রীর কথা আপনি শুনবেন কেন?
১৩।
বাড়িওয়ালা :খোকা তোমার আব্বু আছেন?
খোকা :জ্বি না?
বাড়িওয়ালা :কখন আসবেন?
খোকা :আপনি চলে গেলেই উনি খাটের নিচ থেকে বেরিয়ে আসবেন।
১৪। রোগী :ডাক্তার সাহেব আমাকে বাঁচান, গলায় বড়
একটা মাছের কাঁটা আটকেছে।
ডাক্তার :হুঁ কাঁটা তো অনেক বড়। এই নিন ওষুধটা প্রতিদন সকাল বিকাল দুফোঁ টা করে চোখে লাগাবেন?
রোগী :অ্যাঁ! সমস্যা আমার গলায় আর ওষুধ দিচ্ছেন চোখের?
ডাক্তার :জ্বি, এত বড় কাঁটা যে না দেখে খায় তার চোখের চিকিত্সা আগে করা প্রয়োজন।
১৫। এক হোটেলের রিসেপশনিস্ট রাত ১২ টার সময় একটি ফোন পেল। ফোন তুলতেই এক মাতালের কণ্ঠস্বর " আচ্ছা বারটা কখন খোলে বলুন দেখি?"
বিনীত ভাবে রিসেপশনিস্ট জানাল " স্যার আগামীকাল দুপুর ২ টোর সময়। " ফোন কেটে গেল।
ঘন্টাখানেক বাদে আবার ফোন।
এবারও কণ্ঠস্বর একই লোকের, আরও মাতলামিতে ভরা " এই
ব্যাটা বারটা কখন খোলে বল তো?"
সে আবার জানাল," আগামীকাল ২টোর সময়"। ঘন্টাখানেক কেটে যাওয়ার পর আবার ফোন : "তুই
বলবি কি বলবি না বারটা কখন খোলে?"
ধৈর্য্য হারিয়ে রিসেপশনিস্ট বলল " স্যার কাল ২টোর সময়,কিন্তু আপনি যদি অতক্ষণ অপেক্ষা না করতে পারেন তাহলে আপনি অর্ডার করুন আমি রুম-সার্ভিস
পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। "
উত্তর এল : "ধুর ব্যাটা , বারে কে যেতে চাইছে , আমি তো বার থেকে বেরোতে চাইছি। যত্তসব!!"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।