আস্থা ভোটে ইতালির বর্তমান সরকারের জয় হয়েছে। দেশটিতে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি সিদ্ধান্ত পরিবর্তন করায় আস্থাভোটে জোট সরকারের জয় হয়েছে।
আস্থাভোটের আগে বার্লুসকোনি ঘোষণা করেছিলেন, সংসদে যে আস্থাভোটের আয়োজন করা হচ্ছে সেখানে তার দল সরকারের পক্ষে ভোট দেবে। কয়েক দিন আগে বার্লুসকোনির নেতৃত্বাধীন পিপলস অব ফ্রিডম পার্টির (পিডিএল) পাঁচ মন্ত্রী পদত্যাগ করেন।
সরকারের পক্ষে প্রয়োজন ছিল ১৫৩টি ভোট। কিন্তু বার্লুসকোনির দল সরকারের পক্ষে ভোট দেয়ায় ২৩৫ ভোট পেয়ে সঙ্কট থেকে মুক্তি পেয়েছে ক্ষমতাসীনরা।
৩০০ কোটি ইউরোর একটি প্যাকেজ বাজেটের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হওয়ার পর প্রধানমন্ত্রী এনরিকো লেট্টা পার্লামেন্টে আস্থাভোটের ঘোষণা দিয়েছিলেন। এরপরই পিডিএলের মন্ত্রীরা মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। আস্থাভোটে হেরে গেলে হয়তো দেশে মধ্যবর্তী নির্বাচন দিতে হতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।