দুই সপ্তাহ আগে নাপেলির বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে রেফারির সঙ্গে তর্ক করে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন মেজাজি এই ফুটবলার।
রোববার ইতালির ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে আগামী ১১ অক্টোবর ডেনমার্ক ও এর চার দিন পর নিজেদের মাঠে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচের দল ঘোষণা করা হয়।
ইতালি জাতীয় দলের কোচ সেসারে প্রানদেল্লি সাধারণত শাস্তি পাওয়া খেলোয়াড়দের দলে রাখেন না। তবে এবার বালোতেল্লিকে বোধ হয় ক্ষমাই করেছন তিনি।
চোটের কারণে জাতীয় দল থেকে বাদ পড়া গুইসেপ্পে রস্সি দুই বছর পর দলে ফিরেছেন ।
ফিওরেন্তিনার এই ফরোয়ার্ড শেষ ম্যাচটি খেলেছিলেন সার্বিয়ার বিপক্ষে। এ মৌসুমে এ পর্যন্ত লিগে পাঁচ গোল করেছেন রস্সি।
দলে আবার ডাক পেয়েছেন এএস রোমার ডিফেন্ডার ফেদেরিকো বালজারেত্তি।
ইউরোপীয় অঞ্চলের গ্রুপ 'বি' এর শীর্ষস্থান নিশ্চিত করে এরই মধ্যে আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করেছে ইতালি।
গোলরক্ষক: জানলুইজি বুফ্ফন (জুভেন্টাস), ফেদেরিকো মারকেত্তি (লাৎসিও), সালভাতোরে সিরিগু (পিএসজি)
ডিফেন্ডার: ইনাৎসিও আবাতে (এসি মিলান), দাভিদে আস্তরি (কালিয়ারি), ফেদেরিকো বালজারেত্তি (এএস রোমা), লিওনার্দো বনুচ্চি (জুভেন্টাস), জর্জিও কিয়েল্লিনি (জুভেন্টাস), লরেন্সো সিলভেত্রি (সাম্পদোরিয়া), মানুয়েল পাসকুয়াল (ফিওরেন্তিনা), আন্দ্রেয়া রানোক্কিয়া (ইন্টার মিলান)।
মিডফিল্ডার: আলবের্তো আকুইলানি (ফিওরেন্তিনা), আন্তোনিও কানদ্রেভা (লাৎসিও), দানিয়েলে দে রস্সি (রোমা), আলেস্সান্দ্রো দায়ামান্তি (বোলোনিয়া) আলেস্সান্দ্রো ফ্লোরেন্তসি (রোমা), ইমানুয়েলে জাক্কেরিনি (সান্ডারল্যান্ড), ক্লাওদিও মারকিসিও (জুভেন্টাস), রিকার্দো মন্তোলিভো (এসি মিলান), থিয়াগো মত্তা (পিএসজি), আন্দ্রেয়া পিরলো (জুভেন্টাস), আন্দ্রেয়া পলি (এসি মিলান), মার্কো ভেররাত্তি (পিএসজি),
ফরোয়ার্ড: মারিও বালোতেল্লি (এসি মিলান), আলেস্সিও চেরচি (তুরিনো), আলবের্তো জিলার্দিনো (বোলোনিয়া), লরেন্সো ইনসিনিয়ে (নাপোলি), পাবলো দানিয়েল অসভালদো (সাউথহ্যাম্পটন), গুইসেপ্পে রস্সি (ফিওরেন্তিনা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।