আমাদের কথা খুঁজে নিন

   

আবারো ইতালি চাম্পিয়ন হবে।।



প্রিয় ফুটবল প্রেমিক ভাই ও বোনেরা !!! গতবারের মত এবারও ইতালি আন্ডারডগ। কেউ তাদের শক্তি সম্পকে জানে না। এর ফলে ইতালি অনেক সুবিধা পায়। তারা এভাবে এগুতে এগুতে এক সময় ফাইনাল এ চলে যাবে । তবে আমার মনে হয় শুধু শুধু বিশবকাপ এর জন্য কস্ত না করে ইতালির কাছে রেখে দেয়া অনেক ভালো , তাতে অন্তত আরজেন্টিনা ও ব্রাজিল সমরথকরা মারামারি করবে না......। কি বলেন ভাইজানেরা!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।