আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপের সূচি পাল্টাতে রাজি কাতার

গ্রীষ্মকালে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে নিজেদের প্রস্তুত দাবি করলেও ফিফা চাইলে সূচি পরিবর্তনে আপত্তি নেই কাতারের।

আয়োজক কাতার জানিয়েছে, স্টেডিয়াম,অনুশীলন মাঠ ও অন্যান্য এলাকা ঠাণ্ডা রাখার প্রযুক্তি উন্নয়নে গবেষণা চালাচ্ছে কাতার। তবে গ্রীষ্মের প্রখর তাপমাত্রার কথা বিবেচনা করে বিশ্বকাপ আয়োজনের সময় পাল্টানোর প্রস্তাবেও তাদের কোনো আপত্তি নেই।

মধ্যপ্রাচ্যের এই সম্পদশালী দেশটির আয়োজক কমিটি গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, বিভিন্ন দেশের ফুটবল সংস্থা যদি অন্য কোনো তারিখে বিশ্বকাপের সূচি সরিয়ে নিতে চায়, তবে আমরা তার ব্যবস্থা করতে পারবো। এতে আমাদের পরিকল্পনা ও প্রস্তুতির উপর কোনো প্রভাব পড়বে না।

গ্রীষ্মে কাতারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে বলে সে সময় বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানায় অনেক দেশ। এরপর কাতারে বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সিদ্ধান্ত নেয়াটা 'ভুল' ছিল বলে স্বীকার করেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার।

এছাড়াও গ্রীষ্মে মধ্যপ্রাচ্যের দেশটির প্রচণ্ড তাপমাত্রার জন্য বিশ্বকাপের সময়টা শীতকালে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের জুরিখে বৃহস্পতিবার ও শুক্রবার ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির সভায় কাতার বিশ্বকাপের সময়সূচির পরিবর্তনে ব্লাটারের প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.