সারাদেশে ওষুধের দোকানে ধর্মঘট চার ঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা।
তারা বলছেন, সাধারণ মানুষের দুর্দশার কথা ভেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ধর্মঘটের কারণে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি আজ সকাল ১০টা থেকে সারাদেশে ওষুধের দোকান বন্ধ রেখেছে।
বাংলাদেশে ঔষধ প্রশাসন সকালে সমঝোতার জন্য তাদের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে ধর্মঘট তুলে নিতে অস্বীকার জানিয়ে নিজেরা বৈঠকে বসে সমিতির নেতারা। বৈঠকের পর ধর্মঘট চার ঘণ্টা কমানো ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, সমিতির ঘোষণা অনুযায়ী আজ সন্ধ্যা ৬টায় সারাদেশে ওষুধের দোকান খুলবে। এরআগে রাত ১০ পর্যন্ত ধর্শঘট ডাকে ব্যবসায়ীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।