আমাদের কথা খুঁজে নিন

   

ওষুধের মূল্য তালিকা করতে হাইকোর্টের রুল

দেশের বিভিন্ন কোম্পানির তৈরিকৃত ওষুধের মূল্য তালিকা প্রস্তুত করা, নকল ওষুধ প্রস্তুত ও বাজারজাত বন্ধে মনিটরিং সেল গঠন, বিনামূল্যে সরকারি ওষুধের তালিকা দৈনিক পত্রিকায় প্রকাশের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধের দোকানদার কর্তৃক বিক্রয়যোগ্য ওষুধের তালিকা কেন প্রস্তুত করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

অ্যাডভোকেট জে আর খান রবিনের পক্ষে ১৭ ডিসেম্বর রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী শরীফ ইউ আহম্মেদ, মির্জা আল মাহমুদ ও জীবন নেছা মুক্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।