আমাদের কথা খুঁজে নিন

   

ওবামার ব্যক্তিগত ফটোগ্রাফার

বর্তমান সময়ের শীর্ষ নেতা বা রাজনীতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রতিদিন তথ্য মাধ্যমে তার সংশ্লিষ্ট খবর দেখা যায়। কিন্তু, প্রতিদিন খবরের কাগজে ওবামার যে ইমেজ বা ভাবমূর্তি জনগণের সামনে তুলে ধরা হয়, তার পিছনে কিন্তু বিশেষ একজনের চিন্তা, মেধা, শ্রম অনেক বেশি কাজ করে থাকে। জানেন কি তিনি কে? তিনি হলেন ওবামার ব্যক্তিগত ফোটগ্রাফার পিটার সোসা। তিনি হোয়াই হাউসের শীর্ষ ফটোগ্রাফার।

ওবামার সঙ্গে সোসার পরিচয় ২০০৪ সালে। তখন তার বয়স ৫০ বছর। তিনি ইতোমধ্যেই ওয়াশিংটনের খুব অভিজ্ঞ ফটোগ্রাফার হয়েছেন। তিনি এক সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড উইলসন রিগানের ফটোগ্রাফার ছিলেন। এরপর তিনি "শিকাগো ট্রিবুন" ওয়াশিটনের ফটোগ্রাফার হিসেবে কাজ করেন।

২০০৪ সালের নভেম্বরে ওবামা ইলিনয়েস অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে নির্বাচিত হন এবং তিনি ওয়াশিংটনে দায়িত্ব পালন করতে যাওয়া জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মজার বিষয় হচ্ছে তখন ওয়াশিংটনে কেউই ওবামাকে আস্থাবান নেতা হিসেবে মনে করতেন না। এ সময় সোসার একজন বন্ধু তাকে ওবামার একটি তথ্যচিত্র নির্মাণের প্রস্তাব দেন। সে দিনটি ছিল ২০০৫ সালের ৩ জানুয়ারি, ওবামার সিনেটর হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিন থেকেই সোসা কংগ্রেসে গিয়ে ওবামার জন্য কাজ করতে শুরু করেন।

হোয়াইট হাউসে নিযুক্ত ফটোগ্রাফারদের একটি বিশেষ কার্যালয় আছে—হোয়াইট হাউস আলোকচিত্র কার্যালয়।

এতে চার জন কর্মী আছে এবং সোসা হলেন তার প্রধান। তিনিই মূলত প্রেসিডেন্টের ছবি তুলে থাকেন। আপনারা কি জানেন, প্রেসিডেন্টের জন্য ছবি তুলতে কি কি বিষয় লক্ষ্য করতে হয়? আপনি কখনোই প্রেসিডেন্টকে "এদিকে দেখেন, কেমেরার দিকে তাকান, হাসুন" এমন কিছু বলতে পারবেন না। কারণ প্রেসিডেন্টের স্বাভাবিক জীবন ও আচরণের ছবি তোলাই হচ্ছে মূলনীতি। এ ছাড়া প্রেসিডেন্টের দৃষ্টিকে প্রভাবিত করতে পারে এমন বিরক্তকর ঝলকানো ফ্লাশবাতি ব্যবহার করা যাবে না।

আর ভালো ছবি তুলতে চাইলে প্রেসিডেন্টের সঙ্গে ভালো ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সোসা এ ক্ষেত্রে খুব ভাগ্যবান। ওবামার সঙ্গে বহু বছর ধরে কাজ করার কারণে ওবামা তাঁকে খুব বিশ্বাস করেন এবং বিশেষ করে তাঁকে বিশেষ কিছু অধিকারও দিয়ে থাকে। হোয়াইট হাউসে তার যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে। একদম ফ্রি।

ওবামা যে কোনো একটি কক্ষে মিটিং করছেন, তিনি সরাসরি সে ঘরে প্রবেশ করতে পারবেন।

এছাড়া ওবামা ইন্টারনেট খুব ভালোভাবে ব্যবহার করেন এবং তিনি ইন্টারনেটের মাধ্যমে দেশের জনগণ, তথা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ বা বিনিময় করেন। তাই এমন একজন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে গিয়ে সোসাও অনেক কিছু শিখেছেন এবং অনেক "first time" কাজ করেছেন। যেমন: তিনি হলেন প্রথম ফোটগ্রাফার যিনি ডিজিটাল কেমেরার মাধ্যমে প্রেসিডেন্টের জন্য সরকারি প্রতিকৃতি তোলেন। তিনি হলেন টুইটারের মত তথ্য মাধ্যমে যোগ দেয়া হোয়াইট হাউসের শীর্ষ ফোটগ্রাফার।

আর প্রেসিডেন্টের জন্য ছবি তোলা নিশ্চয়ই একটি সহজ কাজ নয়। সোসা এবং তার দল প্রতি সপ্তাহে প্রায় দুই হাজার প্রেসিডেন্টের ছবি তুলে থাকেন। সোসা নিজে প্রতিদিন ৫ শ' থেকে ১ হাজার ছবি তুলেন। এত বড় কাজ করার কারণে তার ব্যক্তিগত সময় বলতে প্রায় কিছু নেই।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।