আমাদের কথা খুঁজে নিন

   

অদৃশ্য যাদুকর



অদৃশ্য যাদুকর একটি চলমান ট্রেনে কিংবা বহমান তরঙ্গে এলালাম নিজকে নিরুদ্দেশের পানে চোখ মেলে রাখলাম এক অদৃশ্য প্রভূর আস্তানায়__ দেখি কেথায় ভিড়ি ? কোন নদীর মোহনায় কিংবা পথের বাকেঁ ; দেখি, কোথায় যাই, কী করি কাহার ইশারায়। এক যাদুকর বাস করেন, সত্তায় আমার এবং চেতনায় ; বর্ণে বর্ণে শব্দগঠন শেখায় আমারে, প্রাঞ্জল ভাষাও শেখায়__ তারে আমি কত করে বলি, আলোর ভীড়ে এসে কথা বলো একটি সে আমাকে বলে, 'আকাশে তাকাও দেখো কী করে জ্বলে দিউটি'। এক ঘোরের ভীড়ে সে আমারে রেখে খিলখিল করে হাসে___ এদিকে আমি হাওয়ার ভীতর, তরঙ্গব্যঞ্জনায় তারি গান শুনি ; আমাকে সে যৌবন দেয়, উত্তেজনা দেয়, মধুমাসে সর্বদা অলক্ষ্যে বয়ে চলে সে, ডাকে মোরে হাতছানি। চলমান ট্রেনে, বহমান তরঙ্গে নিজরে এলিয়ে ধরেছি আমি__ কে যাদুকর, চালক, বাহক হয়ে আমারে নিতেছে টানি ? ০৪.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।