দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।
সেদিন ক্লাস শেষে ফিরছি যখন, চারিদিকে তুমুল বৃষ্টি । একটা দর্শনীয় স্থান অতিক্রম করার সময় লক্ষ্য করলাম, ছেলেমেয়েরা নানান স্টাইলে লুতুপুতু ভালবাসা প্রদর্শনে মত্ত ।
☺ এক মেয়েকে দেখলাম ছাতার নিচে জড়িয়ে ধরে বসে আছে ।
☺ আরেকজনকে দেখলাম কয়েকজন সুদর্শন তরুণের হাতে ক্যামেরা দিয়ে এক তরুণের বুকে মাথা রেখে ছবি তুলছে । ইউনিফর্ম পরিধান করা ছিল । সেই ছেলে, মেয়ের কী হতে পারে পাঠক নিজ দায়িত্বে বুঝে নিবেন ।
☺ আরেক মেয়েকে দেখলাম আঁচল দিয়ে ঢেকে রেখেছে...
বয়ফ্রেন্ডকে!
সামনে দিয়ে তিনটা♥মেয়ে যাচ্ছিল । আমি ভাবলাম ‘বাহ্ সিঙ্গেল।’
কিছু একটা বলে দৃষ্টি আকর্ষন করবো যখন ভাবছিলাম,
দেখলাম আমার আগেই একছেলে ফাতরামি করতে গিয়ে ‘stupid’ আখ্যা পেল!
বিপদ সংকেত শুনে ওভারটেক করে নিরাপদ দূরত্বে থেকে বাকি পথ এলাম...হাহ্!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।