মন্টেনেগ্রো ও পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য রুনিকে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ডের কোচ রয় হজসন।
১১ অক্টোবর মন্টেনেগ্রো এবং ১৫ অক্টোবর পোল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। দুটি ম্যাচই হবে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। ৮ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড।
এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউক্রেন।
মন্টেনেগ্রোর পয়েন্টও ১৫, তবে ইউক্রেন গোল গড়ে এগিয়ে আছে।
দলে ফিরলেও সম্পূর্ণ সুস্থ নন রুনি। পায়ের চোটের কারণে গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে মাঠে নামতে পারেননি। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ডেভিড ময়েস অবশ্য শনিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে রুনিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
ইংল্যান্ড দল:
গোলরক্ষক: ফ্রেজার ফর্স্টার, জো হার্ট, জন রুডি।
ডিফেন্ডার: লেইটন বেইন্স, গ্যারি ক্যাহিল, অ্যাশলি কোল, ফিল ইয়াগেলকা, ফিল জোন্স, ক্রিস স্মলিং, কাইল ওয়াকার।
মিডফিল্ডার: রস বার্কলি, মাইকেল ক্যারিক, টম ক্লেভারলি, স্টিভেন জেরার্ড, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, জেমস মিলনার, অ্যান্ড্রোস টাউনসেন্ড, জ্যাক উইলশেয়ার।
স্ট্রাইকার: জার্মেইন ডিফো, রিকি ল্যাম্বার্ট, ওয়েইন রুনি, ড্যানিয়েল স্টারিজ ও ড্যানিয়েল ওয়েলবেক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।