মিশরের রাজধানী কায়রোসহ দেশটির বেশকিছু স্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। মুরসির সমর্থকদের দমনে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
মুরসি-সমর্থক মুসলিম ব্রাদারহুডের সমর্থকেরা গতকাল জুমার নামাজের পর কায়রোর আবদুল মোনেম রিয়াদ স্কয়ারে বিক্ষোভ মিছিল বের করে। আন্দোলনকারীরা সেখানে ‘রাবা’, ‘রাবা’ বলে স্লোগান দিতে থাকেন। এরপর বিক্ষোভ উত্তরাঞ্চলের শারকিয়া জেলাসহ গিজা, কায়রো এবং আলেকজান্দ্রিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের তাহরির স্কয়ারে প্রবেশ ঠেকাতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে রামসেস স্কয়ারের দিকে পিছু হটে যায় বিক্ষোভকারীরা। এএফপি, বিবিসি ও আলজাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।