আমাদের কথা খুঁজে নিন

   

তিমি রক্ষায় অ্যাপ

সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জাহাজের সঙ্গে নীল তিমিদের সংঘর্ষ এড়াতেই এ অ্যাপটি তৈরি করা হয়েছে।

অ্যাপটির নাম দেওয়া হয়েছে হোয়েল স্পটার। এটি তৈরি করেছে কনসার্ভ.আইও। অ্যাপটিতে নীল তিমিরা কোথায় অবস্থান করছে তা একটি ম্যাপের সাহায্যে দেখানো হবে।
বড় জাহাজগুলো যাতে অ্যাপটির সাহায্যে তিমিদের অবস্থানক্ষেত্র এড়িয়ে যেতে পারে, সে লক্ষ্যেই তৈরি করা হয়েছে অ্যাপটি। এর সাহায্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো সমুদ্র এলাকার বাইরে ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত তিমিদের চিহ্নিত করা হচ্ছে।
এ প্রসঙ্গে পরিবেশবাদী সংস্থা গ্রিনপিসের কর্মী জ্যাকি ড্রাগন জানিয়েছেন, অ্যাপটির মাধ্যমে তিমিদের জন্য একটি অভয়াশ্রম তৈরি করা সম্ভব। এ ছাড়াও পানি যারা ভালোবাসেন, তাদের জন্য এটি বেশ বড় একটি সুযোগ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।