আমি মানুষ
পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নিল তিমি লম্বায় ১০০ ফুট হয়ে থাকে। পুরুষ তিমির চেয়ে নিল তিমি লম্বায় সামান্ন বড় হয়ে থাকে। তিমির ৭৫ টি প্রজাতির মধ্যে নীল তিমি অন্যতম। এ পর্যন্ত পাওয়া দির্ঘতম নীল তিমির দৈর্ঘ ১০৮ ফুট। নীল তিমির ওজন গড়ে ১০০ টন।
সবচেয়ে বেশি ওজনের পাওয়া তিমিটির ওজন ছিল ১৫০ টন এর।
নীল তিমি কত বড় সেটা বোঝানোর জন্য কিছুটা তুলনা দেয়া যাক। যেমনঃ নীল তিমির জিহ্বার মধ্যে কমপক্ষে ৫০ জন মানুষ দাঁড়াতে পারবে। এর হৃতপিন্ড ১ টি ভক্সওয়াগন বিটলের সমান। মানব শিশু এর সিরার মধ্যে হামাগুড়ি দিতে পারবে অনায়াসে।
নীল তিমি ২-৩ বছরে ১ টি বাচ্চা প্রসব করে। নীল তিমি কমপক্ষে ৮০ বছর বাঁচে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।