আমাদের কথা খুঁজে নিন

   

মারা গেলো ২২টি পাইলট তিমি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার সমুদ্র উপকূলে আটকা পড়া ২২টি তিমি মারা গেছে। তিমিগুলোর মারা যাওয়ার কারণ এখনো শনাক্ত করা যায়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

প্রথমে ধারণা করা হয়, ৫০টার বেশি তিমি আটকা পরেছে। ঠিক কী কারণে তিমিগুলো সমুদ্র উপকূলে আটকা পড়েছে জাতীয় সমুদ্র এবং বাযুমণ্ডল সংক্রান্ত সংস্থা NOAAতা এখনো বের করতে পারেননি।

গতকাল মঙ্গলবার এভারগাল্ড ন্যাশনাল পার্কের অদূরে দুর্গম একটি এলাকায় তিমিগুলোর আটকে পরার খবর আসে। ওই সময় অনুসন্ধানে ১১টি তিমি মৃত পাওয়া গেলেও বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। মোট ২৯টি তিমি এখনো নিখোঁজ রয়েছে।

জীব বিজ্ঞানীদের মতে, তিমিগুলো দীর্ঘ সময়ে সাঁতার কাটার ফলে পানি শূন্যতায় ভুগতে পারে। এছাড়া খাবারের অভাবে পুষ্টিহীনতা দেখা গেছে।

পাইলট তিমি নামে ডাকা হলেও এরা আসলে সামুদ্রিক ডলফিন পরিবারের সদস্য। স্পেনীয় ভাষায় পাইলট তিমিদের ক্যালডেরন নামেও ডাকা হয় যার অর্থ বড় কড়াই। সাধারণত এরা দল বেধে চলাফেরা করে। বিলুপ্ত প্রাণীর তালিকায় লাল তালিকাভুক্ত হলেও পাইলট তিমির দীর্ঘ সময় টিকে থাকার সম্ভাবনা রয়েছে।  

 

তথ্যসূত্র: সিএনএন



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.