একটা DSLR ক্যামেরা কিনবো। কিন্তু কোন ব্র্যান্ড, কোন মডেল কিনবো বুঝতে পারছিনা। কোথা থেকে কিনবো সেটাও বুঝতে পারছিনা। এ বিষয়ে পরামর্শ পেলে খুব উপকৃত হবো।
বাজেটঃ ৪০,০০০/= (+ -)
পছন্দের মডেলঃ NIKON D3200, NIKON D5100, CANON 1100D, CANON 600D
NIKON (Flora) এবং CANON এর শো-রুমের দামের সাথে অন্য দোকানগুলোর দামের বেশ ব্যবধান।
NIKON (Flora) এবং CANON এর শো-রুম ব্যতিত অন্য দোকান যেমন Camera Museum, Camera Zone, Camera House এসবের ক্যামেরা কি ভালো হবে? বা এসব ক্যামেরা এবং শো-রুমের ক্যামেরা কি এক?
যারা এসব বিষয়ে অবগত তারা অনুগ্রহ করে পরামর্শ দিন।
ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।