আমাদের কথা খুঁজে নিন

   

কঙ্গো নারীর জাতিসংঘ পুরস্কার লাভ

কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে এলআরএ বিদ্রোহীদের দ্বারা নির্যাতিত নারীদের সহায়তা করার জন্য এ বছর জাতিসংঘ পুরস্কার পেয়েছেন কঙ্গোর অ্যাঞ্জেলিক নামাইকা। তিনিও নিজেও একদিন নির্যাতনের শিকার হয়েছিলেন বিদ্রোহীদের দ্বারা। ৪৬ বছর বয়সী অ্যাঞ্জেলিকা নির্যাতিত হাজারো নারীকে অনুপ্রাণিত করেছে দুঃসহ স্মৃতি ভুলে নতুন করে নিজেকে গড়তে।

দীর্ঘ ৩০ বছর ধরে লর্ডস রেসিসটেন্স আর্মি বা এলআরএ-র নির্যাতনের শিকার উগান্ডা, গণ প্রজাতন্ত্রী কঙ্গো, দক্ষিণ সুদান এবং আফ্রিকান রিপাবলিকের মধ্যাঞ্চলের সীমান্তে বসবাসকারী নারীরা। এই বিদ্রোহীদের জন্য ৩৫ লাখ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে।

প্রায়ই গ্রাম থেকে শিশু অপহরণ, নারীদের ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তাদের বিরুদ্ধে। এ সব নারীদেরই সহায়তা দেন ‘সিস্টার' অ্যাঞ্জেলিক। উৎসাহিত করেছেন পরবর্তী পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নিতে।

অ্যাঞ্জেলিক হেরে যাননি। গত ৩০ সেপ্টেম্বর জেনেভায় জাতিসংঘ শরণার্থী সংস্থা তার হাতে পুরস্কার তুলে দেন।

সিস্টার অ্যাঞ্জেলিক যে পুরস্কার পেয়েছেন তার মূল্য ৭৪ হাজার ইউরো৷ এটি দিয়ে তিনি এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, যেখানে নির্যাতিতা নারীরা তাদের বানানো জিনিস বিক্রি করে উপার্জন করবেন এবং স্বাবলম্বী হবেন। সূত্র: ডিডব্লিউ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।