আমাদের কথা খুঁজে নিন

   

‘মায়েদের জন্য সবচেয়ে অনিরাপদ ডিআর কঙ্গো’

দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সুইডেন ও নরওয়ে। বিবিসির এক খবরে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।
দাতব্য সংস্থা সেভ দ্য চিল্ড্রেন বিশ্বের ১৭৬টি দেশে মায়ের মাতৃত্বকালীন স্বাস্থ্য, শিশুমৃত্যু, শিক্ষা এবং আয় এই কয়েকটি বিষয়ের ওপর পর্যবেক্ষণ চালিয়ে তালিকা তৈরি করেছে।
ভারতে প্রতিবছর ৩ লাখেরও বেশি একদিনের নবজাতকের মৃত্যু হয়। বিশ্বে একদিন নবজাতকের মোট মৃত্যু হারের মধ্যে শুধু ভারতেই ২৯ শতাংশ শিশুর মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


মায়ের জন্য অনিরাপদ রাষ্ট্রগুলোর মধ্যে শেষ ১০টি রাষ্ট্রের সবগুলোই সাব-সাহারা আফ্রিকার। ডেমক্রেটিক রিপাবলিক অব কঙ্গো যুদ্ধ এবং দারিদ্র্যের কারণে অপুষ্টির শিকার হয়ে মায়েদের মৃত্যু ঘটে।
কঙ্গোর পরেই মায়েদের জন্য বাজে বা অনিরাপদ রাষ্ট্রগুলো হল সোমালিয়া, সিয়েরা লিওন, মালি, নাইজার, মধ্যআফ্রিকা রিপাবলিক, গাম্বিয়া, নাইজেরিয়া, চাদ এবং আইভরি কোস্ট।
সংস্থাটি জানিয়েছে, অপুষ্টিজনিত কারণেই ওই দেশগুলোতে মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যুর হার বেশি। মায়েদের ১০ থেকে ২০ শতাংশই আন্ডার ওয়েট।


বিপরীতে ফিনল্যান্ড মায়েদের জন্য সবচেয়ে ভাল বা নিরাপদ রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। সেখানে গর্ভধারণ সংক্রান্ত জটিলতায় প্রতি ১২ হাজার ২শ’ জনের মধ্যে একজন গর্ভবতী মৃত্যুঝুঁকিতে পড়েন। ওই দেশের শিশুরা সবাই ১৭ বছর বয়স পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে থাকে।
ফিনল্যান্ডের পরেই সুইডেন, নরওয়ে, আইল্যান্ড, নেদারল্যান্ডের অবস্থান। এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ৩০ তম।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.