মধ্য আফ্রিকার গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সেনাবাহিনী বুধবার বিদ্রোহীদের কাছ থেকে পূর্বাঞ্চলীয় শহর বুনাগানার দখল নিয়েছে। এদিকে, গৃহযুদ্ধ থেকে প্রাণে রক্ষা পেতে হাজার হাজার মানুষ প্রতিবেশি দেশ উগান্ডায় পালিয়ে যাচ্ছে।
চলতি সপ্তাহেই ১০ হাজার মানুষ প্রতিবেশী উগান্ডায় পালিয়ে গেছে। গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে আট লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর তথ্য মতে, গত সোমবার পাঁচ হাজার মানুষ উগান্ডায় এসেছে এবং আরো ১০ হাজার আজ বৃহস্পতিবার সীমান্ত অতিক্রম করবে বলে তারা ধারণা করছেন।
কঙ্গোর নর্থ কিভু প্রদেশের এম-২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী চলতি সপ্তাহের গোড়ার দিকে বড় ধরনের অভিযান শুরু করেছে। এ অভিযানে জাতিসংঘ বাহিনী কঙ্গোর সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে।
কঙ্গোর সাবেক তুতসি উপজাতীয় বিদ্রোহীরা সরকারের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি থেকে বেরিয়ে গিয়ে এম-২৩ নাম ধারণ করেছে। ২০০৯ সালে স্বাক্ষরিত ঐ চুক্তিতে এসব বিদ্রোহী কঙ্গোর সেনাবাহিনীর অংশ বলে বিবেচিত হচ্ছিল। কিন্তু সেনাবাহিনী ঐ চুক্তির কিছু ধারা লঙ্ঘন করেছে বলে দাবি করে ২০১২ সালের এপ্রিলে বিদ্রোহীরা অভ্যুত্থান করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।