আমি সব সময়ই একটু অদ্ভুত ধরনের। কখন যে মন খারাপ হয় আর কখন যে মন ভাল হয় আমি নিজেই বুঝিনা। সবাইকে খুব সহজে বিশ্বাস করি, সবাইকে নিজের মত ভাবি। আর এ কারণে অনেক অনেক কষ্ট পাই।
এক সময় নারীরা স্বামীকে দেবতা কিংবা ফেরেশতার মতো জানলেও বর্তমান প্রেক্ষাপটে চিত্রটা ভিন্ন।
স্বামীকেই এখন স্ত্রীর কথামতো চলতে হয়। নায়িকাদের পরনের ডিজাইন অনুযায়ী শাড়ি, সালোয়ার-কামিজ তৈরি করে দিতে হয়। মায়েদের পাশাপাশি স্কুল-কলেজ পড়–য়া মেয়েরাও বেপরোয়া হয়ে উঠেছে। সিরিয়ালের আদর্শ অনুযায়ী তার একজন বয়ফ্রেন্ড দরকার। আবার ভালো না লাগলে তাকে পরিবর্তন করে নতুন একজনকে গ্রহণ করাও ফ্যাশনে রূপান্তরিত হয়েছে।
ভারতীয় সিরিয়ালের নেতিবাচক প্রভাব নিয়ে স্ববিস্তারে লিখেছেন কবি ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদ। ফিচারটি অসাধারণ লিখেছেন তিনি। একবার দেখে আসতে পারেন..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।