আমাদের কথা খুঁজে নিন

   

আমি ফাইসা গেছি

মানুষের চরিত্র বড়ই জটিল আর জটিল চরিত্রের মানুষকে নিয়ে কিছু লেখা আরো জটিল।

আমি ফাঁইসা গেছি,
আমি ফাঁইসা গেছি মাইনকার চিপায়।
-হায়দার হোসেনের গানের এই লাইনটা কদিন থেকে ঘুরেফিরে বেশিবেশি মনে পড়ছে। নিজেকে বড় অসহায় আর মরা মরা মনে হচ্ছে। মনে হচ্ছে সত্যিই আমি বা আমরা (সাধারণ জনগন) বিশাল এক ক্ষমতার চিপায় ফাইসা গেছি।



''সাধারণ জনগন'' কথাটি মনে পড়তেই প্রধান বিরোধী দল বিএনপি নেত্রী শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রদত্ত ভাষনের একটি লাইন মনে পড়ল। কিছুদিন আগে তিনি সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় আওয়ামিলীগের গোষ্ঠি উদ্ধারকল্পে বললেন ''এই সরকার জনগনের সরকার না, এই সরকার আ্ওয়ামিলীগের সরকার। '' তাহলে ওনার মতে আওয়ামিলীগ বা তার অনুসারীগন জনগন নয়!!! চমৎকার না?

কিছুদিন আগে দুই নেত্রীর ফোনালাপ হুবুহু পত্রিকাওয়ালারা তাদের পত্রিকার বেচাবিক্রি বাড়ানোর জন্য ছেপেছিলেন, আমি ওটা পড়েছিলাম। দেশের আর দেশের মানুষের সমস্যা সমাধানের উপায় বের করার জন্যই ওই ফোনালাপের ব্যাবস্থা করা হয়েছিল। কিন্তু দেশের বিশেষ ব্যক্তিদের কাছে সেটাকে মধ্যবিত্ত দুই মহিলার ঝগরার মতো মনে হয়েছিল বলে পত্রিকা মারফত জানতে পেরেছিলাম।

যদিও আমার কাছে ওটাকে বিশেষ সম্পর্কের দুই রমনীর ঝগরার মতই মনে হয়েছিল।

-বিভিন্ন পত্র পত্রিকার ভাষ্য অনুযায়ী বাংলাদেশের শতকরা ৮০ (আশি) ভাগ মানুষ (আমার সন্দেহ হয় এরা জনগন কিনা!) কেয়ারটেকার সরকার চায়। আবার আমাদের বর্তমান মাননীয়া প্রধানমন্ত্রি জনগনের পক্ষে আছেন বলেই আমরা জানি। অন্তত ওনার দেয়া ভাষনে তিনি এমনটিই বলেন।

জাতীয় নির্বাচনে ১৫৪টি আসনে প্রতিপক্ষ নেই! ভাবা যায়? একবার ভেবে দেখুন সরকারী দল কতটা জনপ্রিয়! ১৫৪ টি আসনের আওয়ামিলীগ-বিএনপি (আমার মতে দেশে জনগন নেই) যে তাদের ভোট দেয়ার অধিকার হারাল সেটা ভাববে কে?

বিরোধীদলের ডাকা হরতাল অবরোধের কারনে দেশের যে লীগ-বিএনপি (জনগন নয়) মরল তাদের মৃত্যুর দায় কে নেবে? যাদের সন্তান, ভাই, বোন, বাবা, মা মারা গেল তাদের ক্ষতি কি কোনভাবে পূরণ করা (সরকার বা বিরোধী দল) কারো পক্ষে সম্ভব?

রাজাকারদের বিচার ঠেকানোর চেষ্টা করা হয় আমার সোনার বাংলাদেশে!!! এই লজ্জা রাখব কোথায়? বিচার ঠেকানোর জন্য হরতাল আর অবরোধের মত কর্মসূচি দিয়ে নির্বিচারে মানুষ মারা হয় আমার সোনার বাংলাদেশে।

হায়রে আমার অভাগা দেশ।

প্রধান দুটি দলের দুজনের ভাবা উচিৎ এদেশের মানুষের জন্য। প্লিজ, এদেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসার উপকরন হিসেবে বিবেচনা করবেননা। তাদেরকে মানুষ হিসেবে চিন্তা করুন।

দেশের মানুষকে বলব, আপনারা ভাবুন ওনারা (দুই নেত্রী) আমাদেরকে কি ভাবেন।

মানুষ? জনগন? আওয়ামিলীগ? নাকি বিএনপি?

এই মাইনকার চিপা থেকে কি কোন নিস্তার নাই?????



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।