গতকালকে কলকাতার দেবাষীস রায় নামে একজনের সাথে আমার ফেসবুক ইনবক্সে কথা হচ্ছে, দেবাষীস রায়ঃ কিরে কুত্তার বাচ্চা তোরা বাংলাদেশের পাবলিক এত লাফাস ক্যান?এমন পুচকা একটা দেশ,তোদেরকে ত ফু দিলে উইড়া যাবি। আমিঃ দেশ ছোট হইতে পারে কিন্তু আমাদের দেশের মানুষের কোয়ালিটি আপনাদের থেকে অনেক ভাল। দেবাষীস রায়ঃ তোদের কোনও কোয়ালিটি আছে বইলা ত আমি দেখি না...আমাদের ধারে কাছেও তোরা নাই...তোদের একজন গুণী মানুষের নাম ক দেখি? আমিঃ আমাদের দেশের অনেক গুণী মানুষ আছে,কিন্তু আমি আপাতত একজনের নামই বলছি,"হুমায়ূন আহমেদ"। যিনি আগুনের পরশমণি,শ্রাবণ মেঘের দিন চলচিত্র বানিয়ে মানুষের চোখের পানি ঝড়িয়েছেন... যার সৃষ্ট নাটকের চরিত্র বাকের ভাই এর ফাঁসি এড়াতে মানুষ মিছিল করেছিল... যিনি "আজ রবিবার" এর মত হাসির নাটক বানিয়ে মানুষকে প্রানখুলে হাসিয়েছেন... উনার লেখা "মিসির আলি" পড়ে অনেক মানুষ যুক্তি দিয়ে রহস্যের জট খুলতে শিখেছে ... তার লেখা পড়ে মানুষ জ্যোৎস্না উপভোগ করতে শিখেছে...বৃষ্টিতে ভিজতে শিখেছে... আর হিমুর কথা কি বলবো...হিমু পড়ার পর একটিবারের জন্য নিজে হিমু হতে চায়নি এমন মানুষ খুজে পাওয়া কষ্টকর। আমি এতক্ষণ একজন মাত্র গুণী মানুষের কথা বলেছি বাংলাদেশে এমন অনেক গুণী মানুষ রয়েছে। (দেবাষীস রায় চুপ...কোনও কথা বলতেছে না) আমিঃ শেষ একটা কথা বলি আপনাকে, বাংলাদেশের সাথে টক্কর দিয়েন পরে...আগে বাংলাদেশের মানুষের কাছ থেকে ভদ্র ব্যবহারটা শিখেন। আপনি প্রথম থেকেই আমাকে তুই করে বলছেন,গালিগালাজ করছেন...আমি কিন্তু আপনাকে গালিগালাজ করি নাই আবার তুই করেও বলি নাই। অন্যকে সম্মান করতে শিখুন তাহলে নিজে সম্মান পাবেন,ভাল থাকবেন। পোষ্ট লিখেছেন, ময়লা বাবা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।