আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষে উঠেই নাদালের হার

প্রতিযোগিতার টানা দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থ শিরোপা জয়ের পথে জোকোভিচ জিতেছেন ৬-৩, ৬-৪ গেমে। শনিবার সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের টমাস বের্ডিচের পিঠের চোটের কারণে অবসর ফাইনালে নিয়ে যায় ১৩টি গ্র্র্যান্ড স্লাম জয়ী নাদালকে। সেই সঙ্গে জোকোভিচকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারও নিশ্চিত হয়ে যায় এই স্প্যানিশ তারকার। কিন্তু বেইজিংয়ে ফাইনাল জিতে সুখবরটা ভালোভাবে উদযাপন করতে পারলেন না নাদাল। অবশ্য রেকর্ড আটটি ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নের ২০১১ সালের জুলাইয়ের পর শীর্ষে প্রত্যাবর্তন নিশ্চিত। সোমবার প্রকাশিতব্য র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকবে নাদালের নাম। হাঁটুর চোটের কারণে দীর্ঘ ৭ মাস কোর্টের বাইরে থাকায় র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে নেমে গিয়েছিলেন ২৭ বছর বয়সী নাদাল। গত ফেব্রুয়ারিতে কোর্টে ফেরার পর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনসহ ১০টি শিরোপা জিতে দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।