আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ মেডিকেল এডমিশন টেস্টের রেজাল্ট ২০১৩

আবীর শাকরান মাহমুদ

মেডিকেল এডমিশন টেস্টের রেজাল্ট দেখলাম। এত কম নাম্বার হাইয়েস্ট উঠল ক্যান?? খেলুম না। :@ দিবে যখন ১০০ ই দিত। ৯৬ দিয়া নার্ভাস নাইন্টিসে পাঠানোর মানে কি? যারা চান্স পাইস আর যারা পাওনাই, তাদের সবার জন্যই বলব, মেডিকেলে চান্স পাইলে ভালো। চান্স না পাইলে আরো ভালো। যারা দুর্নীতির আশ্রয় নিয়ে ভর্তি হলা, সেই ভাগ্যবান বাছাধনদের উদ্দেশ্যে এটুকুই বলব, যদি ফিউচারে বাংলাদেশ কেন দুর্নীতির দেশ- এটা নিয়ে তোমাদের মুখে প্রশ্ন শুনি, ধইরা থাপড়াব... morning shows the day... এই এক্সাম শুধু পাস-ফেলের এক্সাম ছিলনা। তুমি ফিউচারে একজন সৎ চিকিৎসক হবা নাকি কসাই হবা, মানুষ বাঁচাবা নাকি রোগীর গালি খাবা, নাকি ফার্মাসিকিউটিক্যাল কোম্পানির তাঁবেদারি করবা- সবকিছুর সূচনা ছিল ওটা। তোমার জন্য ভালো মেডিকেলে সিট ডিসার্ভ করে এমন কত কত মেধাবী শিক্ষার্থী আজ কাঁদছে- ভেবে দেইখ... বিবেক বলে একটা কথা আছে... তাই না? পুনশ্চঃ অল জোকস অ্যান্ড সারকাজম এসাইড, কর্তৃপক্ষের সত্যিই এখন এই পরীক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে চিন্তা-ভাবনা করা উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।