আমাদের কথা খুঁজে নিন

   

জীবন জীবিকার জন্য ১৪০০ জোগাড় হয় না কিন্তু অস্ত্র কেনার ব্যয় ৮০০০। অংক মেলাতে পারছি না।

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল জ্বালানী তেলের দাম বাড়িয়ে সরকারের আয় হবে ২০০ কোটি টাকা। শিক্ষকদের এমপিওভূক্তি করতে সরকারের লাগবে ১২০০ কোটি টাকা। এমপিদের জন্য বিলাসবহুল গাড়ী আমদানীর জন্য ট্যাক্স মওকুফ ৫৫০ কোটি টাকা। রাশিয়া থেকে অস্ত্র কেনা হবে ৮০০০ কোটি টাকার।

ভাইরে অংক তো মেলে না। পাটিগণিতের সরল অংক যেমন অত সহজ নয় তেমনি উপরের অংকগুলোও সহজ মনে হয় না। বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধ করে না। তারা শান্তি রক্ষা করে। দেশে ও বিদেশে।

বিদেশে শান্তি রক্ষার জন্য জন্য ট্যাংক বিধ্বংশী যদি কিছু লাগে তাহলে জাতিসংঘই দেবে। আমাদের কিনতে হবে কেন? এক মিগের ধাক্কা যেতে না যেতেই আবার মিগ কেনার চেষ্টা। সাগরের জলদস্যুদের পাহাড়া দেওয়ার জন্য জাহাজ টাহাজ হলেও একটা কথা ছিল। ওনারা মহাজ্ঞানী মহাজন সব অংশ ওনারাই জানেন। আমরা ভাই এই অংক মেলাতেই পারছি না।

কেউ কি পারেন-- একটু মিলায়া দেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.