চলতি বছর হজ করতে গিয়ে গতকাল রবিবার আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫। মৃত দুই বাংলাদেশি হলেন- নওগাঁ জেলার সাপাহার উপজেলার মোহাম্মদ ইব্রাহিম সরকার (৭৫)। তার পাসপোর্ট নং AF8541489। অপরজন হলেন, যশোর সদর উপজেলার হামিদপুরের আলী আহমেদ (৫৯)।
মারা যাওয়া বাকি ২৩ জন হলেন- বগুড়া জেলার সোনাতলা উপজেলার মোহাম্মদ কোরবান আলী প্রামাণিক (৮০)। তার পাসপোর্ট নং- AF1323365। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোহাম্মদ মকবুল হোসাইন (৭৫)। তার পাসপোর্ট নং-AF7120489।
গাইবান্ধা উপজেলার পলাশবাড়ী উপজেলার মোহাম্মদ হামিদুর রহমান মন্ডল (৫৭)। তার পাসপোর্ট নং- AG7008887। নওগাঁ জেলার রানীনগর উপজেলার মোহাম্মদ মজিবর সরদার (৭০)। তার পাসপোর্ট নং- AE7793518। কক্সবাজার সদর উপজেলার সাইদুর রহমানের স্ত্রী শাজাহান বেগম (৭০)।
তার পাসপোর্ট নং AF0146349।
রংপুর জেলার জেলায় গঙ্গাচড়া উপজেলার আবুল কালাম আজাদ (৫০)। তার পাসপোর্ট নং- OC1039025। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নাজমুন (৯২)। তার পাসপোর্ট নং- AF8353448।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শরশের আলী কাজীর ছেলে মোহাম্মদ আফসার আলী কাজী (৬৭)। তার পাসপোর্ট নং AF0601758। নওগাঁ জেলার রানীনগর উপজেলার ইলিম ফকির (৭১), পাসপোর্ট নং- AF0297483। সাতক্ষীরা সদর উপজেলার মৃত রহমত উল্লার ছেলে জুলফিকার আলী (৫৭)। পাসপোর্ট নং- W0478362।
মোহাম্মদ গোলাম রাব্বানী, পাসপোর্ট নং- AC4484998। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মোছাম্মত আফরোজা বেগম। পাসপোর্ট নং- AF6230648। শেরপুরের শ্রীবর্দী উপজেলার আবু হানিফা। পাসপোর্ট নং- AF2971758।
জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদ আব্দুল মোমেন (৭৭)। পাসপোর্ট নং- AF1084349। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামের রহিমুদ্দিন শিকদারের ছেলে মোহাম্মদ শওকত হোসাইন (৬৪)। পাসপোর্ট নং- AF2054893। গেরহাটের রামপাল উপজেলার মো. লোকমান হাকিম মারা যান (৭১) সড়ক দুর্ঘটনায়।
তার পাসপোর্ট নম্বর C1855710। নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার মোহাম্মদ বদরুদ্দুজা (৭২)। তার পাসপোর্ট নম্বর AF0682836। যশোর জেলার চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের জাবেদ আলির ছেলে মো. নজরুল ইসলাম (৬১)। তার পাসপোর্ট নম্বর AE8266341।
পাবনা জেলার আতাইকুলা উপজেলার মোহাম্মদ জামাল উদ্দিন প্রামাণিক (৬৬)। পাসপোর্ট নম্বর AF7524926। চট্টগ্রাম জেলার পতেঙ্গা উপজেলার জাফর আহমেদ (৬১)। তার পাসপোর্ট নম্বর AC2665403। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মো. কলিমুদ্দিন (৭৪)।
তার পাসপোর্ট নম্বর AF5279624। নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার রোকেয়া খানম (৬৮)। তার পাসপোর্ট নম্বর AF9239776 এবং ঢাকার উত্তরা ৬নং সেক্টরের ১১নং রোডের বাসিন্দা মোহাম্মদ গোলাম কাদেরের ছেলে মোহাম্মদ শাহজাহান হাওলাদার (৫৯)। তার পাসপোর্ট নম্বর AF3498261।
মৃত ২৫ জন বাংলাদেশির মধ্যে ১৬ জন মক্কায়, ৭ জন মদিনায় ও ২ জন জেদ্দায় মারা যান।
এদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৪ জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।