ঢাকা, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১২, ২৬ মাঘ ১৪১৮, ১৫ রবিউল আউয়াল ১৪৩৩ হোম সারা দেশ তপন হত্যার বিচারের দাবিতে ছাত্র ইউনিয়নের মিছিল সমাবেশ তপন হত্যার বিচারের দাবিতে ছাত্র ইউনিয়নের মিছিল সমাবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ০৮-০২-২০১২ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের কর্মী তপন সরকার হত্যার বিচারের দাবিতে সংগঠনের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন। একই দাবিতে তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের সামনে ছাত্রশিবিরের হামলায় খুন হন ছাত্র ইউনিয়নের কর্মী ও রসায়ন বিভাগের শিক্ষার্থী তপন সরকার। এ হত্যার বিচারের দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ‘শহীদ তপন চত্বর’ থেকে মিছিল বের করেন। পরে সেখানে সমাবেশ হয়। এতে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি শিপন আহমেদ, সাধারণ সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য রফি আহম্মেদ, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি আরিফ পারভেজ প্রমুখ। সমাবেশ শেষে উপাচার্য বরাবর চার দফা দাবিতে স্মারকলিপি দেন নেতা-কর্মীরা। Nanak Kanti Sen ২০১২.০২.০৮ ০৭:৪২ [ আপনার মন্তব্য বিবেচনার জন্য অপেক্ষমান এবং সকলের নিকট প্রদর্শিত নয় ] বিচারের বাণী নীরবে নিভৃতে কাদে। G
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।