আমাদের কথা খুঁজে নিন

   

চোখের ত্রিভুজের অসম তিন বাহু

যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!!

খশে পরা উল্কার অন্তরে ফসফরাসের নিশ্বাস নিতে নাপারার আক্ষেপ দেখেছি, আর দেখেছি উরুতে আকা রঙিন ট্যাটু, তোমার বাহুর গহিন কালো তিলকের ফোটা, রেটিনায় আচমকা আঁটকে যাওয়া ধুঁয়ার মতো করে আমার চোখে জালা ধরেছে খুব করে। তেঁতে উঠা রোদের শরীরে নীল আকাশের মায়ার মত এখানে সুখ বেঁধেছে বাসা শোঁক হয়ে, এখানে চুর্ন বিচুর্ন বুকে কষ্ট ছারা আর কিছু নেই অবশিষ্ট । কত রাত দিন হয় আর কত দিন রাত, নগ্ন হাতে এক মুঠো মুহূর্তের বিলাসী আধার নিয়ে কেটে যায় আমার কান্না ঘন রাতের শূন্যতা আমার বিভ্রম কাটে না কিছুতেই। দূরত্ব যেখানে অসীম, চেতনা সেখানে নিতান্তই নিকটবর্তী কোন মরীচিকাময় অস্তিত্ব। নোটঃ ১ কেউ হা করে স্নিগ্ধতা গিলে কেউ নীল হয় কষ্ট মিছিলে। নোটঃ ২ জীবনটা সোডিয়ামের হলুদ আলোর মত সবকিছু ফিকে, বিভ্রম কেবল। নোটঃ ৩ কে যে আসলে সুখি, যে সুখি সেও যানেনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.