মার্বেলের মতো এক জোড়া করে অনেকগুলো চোখ স্বচ্ছ কঠিন কাঁচের ভিতর আটকে যাওয়া বাতাসের বুদবুদগুলোয় ভিন্নতা ছিলো তারপরও মার্বেলগুলো একই ছিলো । কেবল আকাশে মেঘের আনাগোনা বেড়ে গেলে সূর্ষের সাথে লুকোচুরি খেলার সময় মার্বেলের রংগুলো ভিন্নতা পেতো । মুখের চোয়াল কপালের ভাজ বদলে গেলেও চোখ জোড়া অকপট থাকে কেবল হয়ে ওঠা হয়না চোখের দর্শক নাহলে ঘৃনা আর ভালোবাসার বুদবুদগুলো ধরে ফেলা যেতো । রংয়ের উপর রং সাজিয়ে নকল রংধনু সাদা কাগজে পেরেক ঠুকেছে বহু কাঠঠোকরা । পিছন ফিরে তাকানোর একটু সময় সুযোগ হলে উড়ে চলা তৃষাতুর চাতক পাখি ঠিক জেনে যেতো আজ বিকেলে কোন বৃষ্টি হয়নি । পঞ্জিভুত কালো মেঘে হঠাত্ বজ্রপাতে ডানার একগুচ্ছ সাদা পালক ঝলসে গেলেও সে হয়তো জেনে যেতো ওখানে ছিলো এক ঢোক ভালোবাসা নয়তোবা ঘৃণার এক থাবড়া ঘূর্ণিঝড় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।