একটু পেছনে তাকাও,
আমি ও ছিলাম।
ভুল হল কি?
ব্যস্ততায় কাটছে দিন।
নাকি সুখের সাগরে সন্তরণ!
আমায় বিহীন।
শুনছ কী?
বৈরী বাতাসে কোন রকমে আটকে আছি,
আশ্রয় সংকিন।
নিজের থেকে ছুটছি দুরে;
বহু ভেতরেও যখন - অন্তসার শূন্য!
শুকনো হাসির মর্মাত্থে আমি ধন্য।
পারবে কি ফেরাতে?
ফেলে আসা দিন।
অভিমান ঝড়ে যা হয়েছে বিলীন।
ধ্যাত আবার অনুভূতির সুর-সুরি।
থাক; যাও চলে!
রেসের ঘোরার পিঠে।
আমি আছি থেঁতলানো আবেগ
আর মেয়াদ উত্তীর্ণ
সুখ নিয়ে।
বিদায়! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।