আমি নিজের জন্য
শুভদৃষ্টির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে
নিজেকে কেন যেন একা-একা লাগছে
কবে আসবে তুমি?
শুভদৃষ্টির মেয়াদ বাড়াতে।
জানÑতোমার শুভদৃষ্টি ধরে রাখতে
যে কাজলের টিপ পরে ছিলাম,
তাও মুছে গেছে বৃষ্টি স্নাত ওই দিনে।
জানি নাÑকবে আসবে তুমি?
না কি মেয়াদ শেষেও
নবায়ণ হবে না শুভদৃষ্টির
সে দিন আলো-আধাঁরিতেই দেখেছি
শুভদৃষ্টির দেখাও পাইনি,
বাইকের গ্লাসেও নজর পরেনি তোমার
চোঁখেও চোঁখ রাখোনি সেদিন
দূর গেলেই ভুলে যাও বুঝি আমায়?
জানÑবর্ষায় রেইনকোর্ট
যেমন তোমায় মনে করে দেয়
শীতে কানটুপির উষ্ণতাও
তোমায় ভুলতে বাধা দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।