আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে বৃষ্টি, তবে শঙ্কা নেই

বৃষ্টির কারণে বিসিবি একাদশ-নিউ জিল্যান্ড তিন দিনের প্রস্তুতি ম্যাচে একটিও বল হতে পারেনি। ওই ম্যাচের ভেন্যু ছিল এমএ আজিজ স্টেডিয়াম। তবে বুধবার শুরু হতে যাওয়া টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পুরো মাঠ নতুনভাবে তৈরি করা হয়েছে। তাই মঙ্গলবার দুপুর তিনটা থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে মোটেও উদ্বিগ্ন হচ্ছেন না কিউরেটর জাহিদ রেজা বাবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পর সহজে মাঠে পানি জমবে না।

খুব বেশি বৃষ্টি না হলে বৃষ্টি থামার ঘণ্টা খানেকের মধ্যেই খেলা শুরু সম্ভব হবে। আর টানা ভারি বৃষ্টির পর সর্বোচ্চ ঘন্টা তিনেকের মধ্যে খেলা শুরুর ব্যাপারে আমি আশাবাদী। ”
বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২০০৭ সালে এই স্টেডিয়ামেই ভারতের বিপক্ষে এক বেলার বৃষ্টিতে প্রায় আড়াই দিনের খেলা নষ্ট হয়েছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বল্প সময়ের বৃষ্টিতেও দীর্ঘ সময় খেলা বন্ধ রাখতে হয়।

তবে এবার তেমন কিছু না হওয়ার নিশ্চয়তা দিচ্ছেন কিউরেটর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.